Posts

Showing posts from June, 2025

বৃষ্টিভেজা চিঠি

Image
‎🟦  পর্ব ১ ‎  (লেখক: Md Torikul Islam Siam) --- ‎বৃষ্টি তখন পড়ছে টুপটাপ করে। জানালার পাশে বসে রুদ্র তাকিয়ে আছে দূরের দিকে। মেঘলা আকাশে আজ যেন কিছু একটা বলার ছিল, কিন্তু শব্দের বদলে কেবল বৃষ্টির শব্দ। ঠিক যেমন রুদ্রের মনেও কিছু বলার ছিল, কিন্তু সে কখনোই বলতে পারেনি। ‎ ‎তিন বছর আগে ঠিক এমন এক বৃষ্টির দিনে রুদ্র আর মায়া প্রথম দেখা করেছিল। কলেজের বারান্দায় দাঁড়িয়ে দুইজন ভিজেছিল অল্প অল্প করে, মুখে ছিল কিছুটা সংকোচ, চোখে ছিল কৌতূহল। সেদিন মায়া হেসে বলেছিল,   ‎_“বৃষ্টি পড়লে না... মনটা কেমন জানি করে।”_   ‎রুদ্র তখন চুপচাপ তার দিকে তাকিয়ে ছিল, কিছু বলার সাহস হয়নি। ‎ ‎আজ এত বছর পর সেই বৃষ্টির শব্দে মায়ার মুখটা আবার মনে পড়ে গেল। সে জানে, মায়া আর ফিরে আসবে না। কিন্তু স্মৃতিগুলো ঠিকই ফিরে আসে, প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে। ‎ ‎রুদ্র এবার উঠে গেল। ডেস্কের ড্রয়ার থেকে একটা পুরনো চিঠি বের করল। সেই চিঠি, যেটা কখনো মায়াকে দেয়া হয়নি। মায়ার চলে যাওয়ার পরে সে শুধু লিখেই গিয়েছিল—   ‎**“তুমি বৃষ্টি ভালোবাসো আর আমি তোমাকে।”** ‎ ‎রুদ্র জানালার পাশে চিঠ...