তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও

ছবির উৎস ফেসবুক 
 তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা!


টেলিপাড়ায় এখন তুমুল গুঞ্জন—একটি নতুন ধারাবাহিকে একসঙ্গে দেখা যেতে পারে ছোট পর্দার তিন পরিচিত মুখ: মধুমিতা সরকার, রণিতা দাস এবং দীপান্বিতা রক্ষিত। তিনজনেই দীর্ঘদিন ধরে ধারাবাহিকের জগৎ থেকে দূরে। তবে এবার হয়তো সেই বিরতিতে ইতি পড়তে চলেছে।


মধুমিতা শেষ অভিনয় করেছিলেন ২০১৮ সালের হিট ধারাবাহিক 'কুসুমদোলা'-তে। রণিতা দাসকে শেষ দেখা গেছে ২০১১ সালের জনপ্রিয় ধারাবাহিক 'ইষ্টিকুটুম'-এ। দীপান্বিতা রক্ষিতের যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে, ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিক দিয়ে, যা প্রথম ধারাবাহিকেই তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। পরে তিনি ‘ডান্স ডান্স জুনিয়র’-এর বিচারক হিসেবে টিভিতে ছিলেন, তবে ধারাবাহিকে আর দেখা যায়নি।


তবে এখন খবর, স্টার জলসার জন্য নির্মিতব্য একটি নতুন ধারাবাহিকে এই তিন অভিনেত্রীই লুক টেস্ট দিয়েছেন। ধারাবাহিকটি নির্মাণ করছেন প্রখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে নায়ক-নায়িকা বাছাইয়ের কাজ। জানা যাচ্ছে, মধুমিতা ও রণিতা দুজনেই এর আগে লীনার ধারাবাহিকে কাজ করেছেন।


নায়কের চরিত্রে সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে শন বন্দ্যোপাধ্যায় ও গৌরব চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেতাদের নাম। তবে গৌরব বর্তমানে ব্যস্ত 'তেঁতুলপাতা' ধারাবাহিক নিয়ে, তাই তাঁকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর নতুন প্রকল্প সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ। তবে জানা গেছে, তিনি এবার নতুন চেহারার গল্পে নতুন প্রজন্মের তারকাদের দিয়েই কাস্ট করতে চাইছেন। সেই কারণে কৌশিক রায় বা ঋষি কৌশিকের মতো অভিজ্ঞ অভিনেতাদের বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে।


এখন দেখার বিষয়, এই তিন নায়িকার মধ্যে কার ভাগ্যে ফিরবে ছোট পর্দায় কামব্যাকের সোনার সুযোগ। একসঙ্গে তিনজনকে কি সত্যিই দেখা যাবে এক ধারাবাহিকে? না কি আলাদা আলাদা তিনটি নতুন ধারাবাহিকে? সেই উত্তর সময়ই দেবে।

Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’