প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

 প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

টলিউডে তৈরি হচ্ছে নতুন এক মাইলফলক – জনপ্রিয় বাংলা তারকা জিৎ ও বাংলাদেশের গুণী নির্মাতা রায়হান রাফী এবার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন। এই বিশেষ জুটিকে ঘিরেই নির্মিত হচ্ছে উচ্চ বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা ‘লায়ন’, যা ইতিমধ্যেই টলিউডপ্রেমীদের মাঝে উত্তেজনার সৃষ্টি করেছে।


চলচ্চিত্রটিতে বহু বছর পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি জিৎ ও মিমি চক্রবর্তী। এই নতুন জুটির কেমিস্ট্রি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই সিনেমার প্রযোজনা ও নির্মাণেও থাকছে বিশাল আয়োজন।


শুটিং হবে বিদেশের মনোরম লোকেশনে, যেখানে অ্যাকশন দৃশ্যের সঙ্গে যুক্ত হবে চমকপ্রদ ভিজ্যুয়াল। সাউন্ডট্র্যাকেও থাকছে চমক—এই ছবির গানে কণ্ঠ দেবেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ও অন্বেষা দত্ত, যা মিউজিকপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।


‘লায়ন’ শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এটি হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির নতুন গর্ব। গত কয়েক বছরে এতো বড় বাজেটের এবং আন্তর্জাতিক মানের অ্যাকশন ছবি এই ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। নির্মাতাদের লক্ষ্য একটাই—টলিউডকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে উপস্থাপন করা।


ছবির উৎস ফেসবুক 


Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও