১০ বছরের অপেক্ষার পর দেব-শুভশ্রীকে একসাথে 'ধূমকেতু' ছবিতে, কী বললেন দেব?
দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘ধূমকেতু’। ২০১৬ সালে এই ছবির শ্যুটিং হলেও বিভিন্ন কারণে তা আটকে যায়। এবার সেই ছবিই প্রেক্ষাগৃহে আসতে চলেছে, আর তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা।
ছবির মুক্তি উপলক্ষে অভিনেতা দেব জানান,
“ধূমকেতু শুধুমাত্র দর্শকদের জন্য নয়, আমার আর শুভশ্রীর কেরিয়ারের সেরা সিনেমা হতে চলেছে।”
তিনি বলেন, “১০ বছর আগের সময়ের সেই পরিশ্রম, সেই অভিনয়—সব কিছু আজ নতুন করে মনে হচ্ছে। তখন দর্শক আমাকে এতটা সিরিয়াসলি নিতেন না। কিন্তু আমি তখনই নিজেকে ভাঙার চেষ্টা করেছিলাম। এই সিনেমায় এমন কিছু করেছি, যা এখন করলে হয়ত এতটা প্রাণ দিয়ে করতে পারতাম না।”
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-এর এই সিনেমাটি একদম আলাদা ঘরানার। দেব বললেন, “ধূমকেতুর মতো সিনেমা আমি আগে করিনি। এরকম গল্প বা চরিত্রে দর্শক আগে আমাকে দেখেনি। রঘু ডাকাত যেমন সাহসী এক্সপেরিমেন্ট, তেমনই প্রজাপতি ২ আবার পারিবারিক গল্পের এক নতুন রূপ।”
শুভশ্রীর অভিনয় নিয়েও দেবের প্রশংসা, “শুভশ্রী অনেক ভালো কাজ করেছে, তবে এই ছবিতে ওর অভিনয় সবচেয়ে পরিপক্ক লেগেছে আমার কাছে। সৌমিক হালদারের ক্যামেরার কাজ অসাধারণ।”
দেব আরও বলেন, “জানি না এই সিনেমা কতগুলো শো পাবে। কিন্তু বিশ্বাস করি, যদি ১০ জন দর্শক দেখে বেরোয়, তারা ১০০ জনকে নিয়ে আসবে। কারণ ধূমকেতু তেমনই একটা ছবি।”
<p><small><i>ছবির উৎস: ফেসবুক
Comments
Post a Comment