দেব কি মুম্বই যাচ্ছেন? অবশেষে মুখ খুললেন মেগাস্টার!"

ছবির উৎস ফেসবুক 


"দেব কি মুম্বই যাচ্ছেন? অবশেষে মুখ খুললেন মেগাস্টার!"


📰 রিরাইট করা বাংলা নিউজ (SEO Optimized):

দেব কি বাংলা সিনেমা ছেড়ে মুম্বই পাড়ি দিচ্ছেন? শেষমেশ মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা।


সম্প্রতি গুঞ্জন ওঠে, টলিউডের সুপারস্টার দেব নাকি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে পা রাখতে চলেছেন। বিশেষত, দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা যেভাবে নিজস্ব রাজ্য ছেড়ে সারা ভারতব্যাপী কাজ করছেন, ঠিক তেমনই দেবের ক্ষেত্রেও কি এমন কিছু ঘটতে চলেছে?


এই নিয়ে মিডিয়ায় চাঞ্চল্য ছড়ালেও দেব নিজেই পরিষ্কার জানিয়ে দিলেন— "আমি কোথাও যাচ্ছি না। আমি বাংলাতেই থাকব, বাংলাতেই কাজ করব।"


দেব জানান, “আমি কখনও বলিনি মুম্বইতে স্থায়ী হচ্ছি। ছবির টেকনিক্যাল কাজের প্রয়োজনে মাঝেমধ্যে মুম্বই যেতেই হয়। তাই একটা প্রফেশনাল সেটআপ করা হচ্ছে মাত্র। তবে সেটা একান্তই সিনেমার মান বাড়ানোর জন্য।”


এই মুহূর্তে দেব এবং শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র প্রচার জোরকদমে চলছে। বহু বছর পর এই জনপ্রিয় জুটি আবার বড়পর্দায় ফিরছে, তাই দর্শকদের উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ।


দেব আরও বলেন, “আমরা যেমন দক্ষিণী নায়কদের নাম জানি তাঁদের প্রাদেশিক কাজ দেখে, তেমনভাবে আমিও চাই মানুষ বাংলা ছবির মান বুঝুক। ‘খাদান’ এবং আসন্ন ‘রঘু ডাকাত’ ছবিতে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করিনি। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে, দর্শকরাও সেটি টের পাচ্ছেন। প্রি-টিজারেই সাড়া পড়ে গেছে।”


শেষ কথা— দেব বাংলা ইন্ডাস্ট্রিকেই এগিয়ে নিয়ে যেতে চান, এখান থেকেই সারা দেশে পৌঁছাতে চান। তাই বাংলা ছেড়ে মুম্বই যাওয়ার কথা তিনি একেবারেই উড়িয়ে দিয়েছেন।

Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও