ছোট ছেলে বীরকে নিয়ে এবার কি বিদেশে যাচ্ছেন শাকিব খান? জল্পনা তুঙ্গে

 <h2>ছোট ছেলে বীরকে নিয়ে এবার কি বিদেশে যাচ্ছেন শাকিব খান? জল্পনা তুঙ্গে</h2>


<p>জনপ্রিয় ঢালিউড তারকা <strong>শাকিব খান</strong> অনেক দিন আগেই বড় ছেলে <strong>আব্রাম খান জয়</strong>-কে নিয়ে আমেরিকা সফরে গিয়েছিলেন। তখন তাঁর সঙ্গী ছিলেন প্রাক্তন স্ত্রী <strong>অপু বিশ্বাস</strong>। নিউ ইয়র্ক থেকে শুরু করে নায়গ্রা— আমেরিকার নানা জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন তাঁরা।</p>


<p>সেই সময় শাকিব বলেছিলেন, ভবিষ্যতে সুযোগ পেলে ছোট ছেলে <strong>শেহজাদ খান বীর</strong>-কে নিয়েও বিদেশে ঘুরতে যাবেন।</p>


<p>এবার শোনা যাচ্ছে, জুলাইয়ের শেষ দিকে বীরের মা এবং শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী <strong>শবনম বুবলী</strong> ছোট ছেলেকে নিয়ে যাচ্ছেন আমেরিকায়। এই সফরের মূল উদ্দেশ্য— বীরের জন্মসংক্রান্ত কিছু কাগজপত্র এবং ব্যক্তিগত বিষয় সংক্রান্ত কাজ। তাঁরা সেখানে প্রায় তিন মাস থাকবেন বলে খবর।</p>


<p>অপরদিকে, বর্তমানে <strong>শাকিব খান নিজেও রয়েছেন নিউ ইয়র্কে</strong> এবং তাঁর দেশে ফেরার সম্ভাব্য সময় আগস্টের মাঝামাঝি। অর্থাৎ, প্রায় ১৫ দিন বাবা-ছেলে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন।</p>


<p>এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, <em>"একজন বাবা হিসেবে আমি সব সময় চাই আমার সন্তানদের কাছে রাখতে। জয়কে একটা স্মরণীয় সময় উপহার দিয়েছি, এবার বীরকেও সেটা দিতে চাই।"</em></p>


<p>এই মন্তব্যের পর থেকেই জল্পনা তুঙ্গে— তবে কি এবার <strong>ছোট ছেলে বীরকে নিয়ে শাকিব নতুন করে আমেরিকায় ছুটছেন?</strong> তিনি নিজে যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।</p>


<hr>


<p><strong>💬 আপনার মতামত:</strong><br>

আপনার কী মনে হয়? শাকিব কি এবার বীরকে নিয়ে থাকবেন দীর্ঘ সফরে? কমেন্টে জানান আপনার মতামত!</p>


 ছবির উৎস ফেসবুক 

Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও