জিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও বড়ো পর্দায়

ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত



 টলিউড প্রেমীদের জন্য এসেছে বড় চমক! দীর্ঘদিন পর আবারও এক ফ্রেমে দেখা গেল দুই সুপারস্টার—জিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই জোর গুঞ্জন উঠেছে—তবে কি আবারও বড়পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি?


সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দুই অভিনেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিৎ মজার ছলে বললেন,

"আমাকে দেখে কী মনে হচ্ছে? আপাতত শুধু অনুষ্ঠানে এলাম, ভবিষ্যতে একসঙ্গেই পর্দায় দেখা যেতে পারে!"

পাশেই দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা সঙ্গে সঙ্গে বলেন,

"অবশ্যই! যদি প্রযোজক চান, আবার একসঙ্গে কাজ করব।"


এই কথোপকথনের পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহুদিন পর এই জুটিকে একসঙ্গে দেখার আশা করছেন তাঁদের ভক্তরা।


🎬 ঋতুপর্ণার 'ম্যাডাম সেনগুপ্ত' সুপারহিট, আসছে সিক্যুয়েল!

এদিকে চলতি জুলাই মাসেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণার থ্রিলার ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। দেশের নানা প্রেক্ষাগৃহে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। প্রযোজক সংস্থা ইতোমধ্যেই ঘোষণা করেছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’ তৈরি হচ্ছে। তবে এবার থাকবে একেবারে ভিন্ন প্লট, পুরনো গল্পের সঙ্গে কোনো মিল থাকছে না।


🎥 জিৎ প্রথমবার বায়োপিকে, রহস্যে ঋতুপর্ণার সংযোগ?

অন্যদিকে, জিৎ শিগগিরই শুরু করতে চলেছেন তাঁর প্রথম বায়োপিক ছবির শুটিং। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ নামের এই ছবিতে দেখা যাবে তাঁকে অনন্ত সিং-এর চরিত্রে। শুটিং শুরু হবে এই অক্টোবর থেকেই। শোনা যাচ্ছে, এই ছবিতেও জিৎ-এর বিপরীতে থাকতে পারেন ঋতুপর্ণা। যদিও এই বিষয়ে এখনো নির্মাতারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।



💬 আপনার মতামত দিন:

আপনি কি চান জিৎ ও ঋতুপর্ণা আবার জুটি বাঁধুক বড়পর্দায়? নিচে কমেন্টে জানান আপনার পছন্দের ছবি বা চরিত্র!










Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও