দশ বছর পর ফিরছে ‘ধূমকেতু’, দেবের স্বীকারোক্তি: শুভশ্রীর জন্যই ছবিতে রাজি হয়েছিলাম
ছবিটির উৎস ফেসবুক
<p>দর্শকদের বহু প্রতীক্ষিত ছবি <strong>‘ধূমকেতু’</strong> অবশেষে আসছে বড়পর্দায়। দীর্ঘ দশ বছর ধরে এই ছবি ছিল অনিশ্চয়তার মধ্যে। অবশেষে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি আবারও পর্দায় ফিরছে, আর অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।</p>
<p>সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো ছবির দ্বিতীয় গানের প্রকাশ অনুষ্ঠান। দেবসহ ছবির অধিকাংশ কলাকুশলী উপস্থিত থাকলেও, ছিলেন না নায়িকা শুভশ্রী। তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত দূরত্ব থাকলেও, কাজের প্রতি সম্মান বজায় রেখেছেন দুজনেই।</p>
<p>অনুষ্ঠানে দেব বলেন, <em>“ভাগ্যিস শুভশ্রীর জন্য এই ছবিটায় হ্যাঁ করেছিলাম। আমি এই ছবির জন্য গর্বিত।”</em></p>
<p>ছবির পরিচালক <strong>কৌশিক গঙ্গোপাধ্যায়</strong> জানান, এই ছবিতে দেবকে এমনভাবে দেখা যাবে যা দর্শক আগে কখনও দেখেননি। সম্পূর্ণ নতুন একটি রূপে তিনি পর্দায় হাজির হবেন।</p>
<p>দেব আরও জানান, এর আগে প্রযোজক <strong>রানা সরকার</strong>-এর সঙ্গে একটি ছবির পরিকল্পনা হয়েছিল, যেখানে থাকতেন রাহুল অরুণোদয়-প্রিয়াঙ্কা এবং দেব-শুভশ্রী— দুটি জুটি। কিন্তু সেই ছবি আলোর মুখ দেখেনি। অবশেষে <strong>‘ধূমকেতু’</strong> হয়ে উঠছে বাস্তবতা।</p>
<hr>
<p><strong>💬 আপনার মতামত দিন:</strong><br>
আপনি কি আবার দেব-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখতে উত্তেজিত? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার
প্রত্যাশা!</p>
Comments
Post a Comment