জিৎ ও টোটা রায়চৌধুরী একসাথে বড় পর্দায়? ‘অনন্ত সিংহ’ নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়!
জিৎ-এর সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করতে চলেছেন টোটা রায়চৌধুরী — এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। বহুদিন ধরেই বলিউডের ব্যস্ততার কারণে টোটাকে বাংলা ছবিতে খুব একটা দেখা যাচ্ছিল না। তবে এবার পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘অনন্ত সিংহ’-তে তাঁকে দেখা যেতে পারে বলেই গুঞ্জন ছড়িয়েছে।
শোনা যাচ্ছে, অভিনেতা সম্প্রতি ছবির চিত্রনাট্য পেয়েছেন এবং সেটি তাঁর ভালোও লেগেছে। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন,
"সিনেমার গল্প ভালো লেগেছে ঠিকই, তবে এখনও আমি নিশ্চিত নই অভিনয় করব কি না।"
যদি টোটা রাজি হন, তাহলে এই প্রথমবার তাঁকে ও জিৎ-কে একসঙ্গে দেখা যাবে সিনেমার পর্দায়। এর আগে দেবের সঙ্গে একাধিক ছবিতে টোটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তবে জিৎ-এর সঙ্গে এটাই হবে প্রথম।
আসল চমক আরও একটি জায়গায়—জানা গেছে, টোটার চরিত্রে নাকি আগে ভাবা হয়েছিল আবীর চট্টোপাধ্যায়কে। কিন্তু একের পর এক শুটিংয়ে ব্যস্ত থাকায় আবীর সময় বের করতে পারেননি।
জানা যাচ্ছে, ছবিটি একটি জীবনীভিত্তিক সিনেমা, যেখানে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনের প্রেক্ষাপটে এক দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় ভাবা হয়েছিল আবীরকে। এই চরিত্রেই এখন টোটার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, টোটা ইতিমধ্যেই 'চালচিত্র', 'স্পেশাল অপস ২', এবং 'ব্ল্যাক ওয়ারেন্ট'-এর মতো কাজের মাধ্যমে পুলিশের চরিত্রে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন।
এখন দেখার বিষয়, টোটা সত্যিই 'অনন্ত সিংহ'-তে অভিনয় করবেন কি না, এবং আমরা কি সত্যিই বড় পর্দায় জিৎ-টোটা জুটিকে দেখতে পাবো?
Comments
Post a Comment