জিৎ ও টোটা রায়চৌধুরী একসাথে বড় পর্দায়? ‘অনন্ত সিংহ’ নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়!

ছবির উৎস: ফেসবুক / প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে কেবল সংবাদ প্রকাশের জন্য।



 ‎জিৎ-এর সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করতে চলেছেন টোটা রায়চৌধুরী — এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। বহুদিন ধরেই বলিউডের ব্যস্ততার কারণে টোটাকে বাংলা ছবিতে খুব একটা দেখা যাচ্ছিল না। তবে এবার পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘অনন্ত সিংহ’-তে তাঁকে দেখা যেতে পারে বলেই গুঞ্জন ছড়িয়েছে।

‎শোনা যাচ্ছে, অভিনেতা সম্প্রতি ছবির চিত্রনাট্য পেয়েছেন এবং সেটি তাঁর ভালোও লেগেছে। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন,

‎"সিনেমার গল্প ভালো লেগেছে ঠিকই, তবে এখনও আমি নিশ্চিত নই অভিনয় করব কি না।"

‎যদি টোটা রাজি হন, তাহলে এই প্রথমবার তাঁকে ও জিৎ-কে একসঙ্গে দেখা যাবে সিনেমার পর্দায়। এর আগে দেবের সঙ্গে একাধিক ছবিতে টোটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তবে জিৎ-এর সঙ্গে এটাই হবে প্রথম।

‎আসল চমক আরও একটি জায়গায়—জানা গেছে, টোটার চরিত্রে নাকি আগে ভাবা হয়েছিল আবীর চট্টোপাধ্যায়কে। কিন্তু একের পর এক শুটিংয়ে ব্যস্ত থাকায় আবীর সময় বের করতে পারেননি।

‎জানা যাচ্ছে, ছবিটি একটি জীবনীভিত্তিক সিনেমা, যেখানে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনের প্রেক্ষাপটে এক দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় ভাবা হয়েছিল আবীরকে। এই চরিত্রেই এখন টোটার সম্ভাবনা তৈরি হয়েছে।

‎প্রসঙ্গত, টোটা ইতিমধ্যেই 'চালচিত্র', 'স্পেশাল অপস ২', এবং 'ব্ল্যাক ওয়ারেন্ট'-এর মতো কাজের মাধ্যমে পুলিশের চরিত্রে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন।

‎এখন দেখার বিষয়, টোটা সত্যিই 'অনন্ত সিংহ'-তে অভিনয় করবেন কি না, এবং আমরা কি সত্যিই বড় পর্দায় জিৎ-টোটা জুটিকে দেখতে পাবো?

Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও