মধুমিতা-নীল: সাত বছর পর টেলিভিশনে কামব্যাক, জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতার সঙ্গে

 মধুমিতা-নীল: সাত বছর পর টেলিভিশনে কামব্যাক, জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতার সঙ্গে


ছবির উৎস ফেসবুক 

বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে যশ দাশগুপ্তর সঙ্গে অভিনয় করে তিনি পৌঁছেছিলেন জনপ্রিয়তার শীর্ষে। দীর্ঘ বিরতির পর এবার ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। প্রায় সাত বছর পর টেলিভিশনে তাঁর কামব্যাকের খবর ইতিমধ্যেই টলিপাড়ায় রটেছে।


শোনা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক দিয়েই মধুমিতার প্রত্যাবর্তন হতে চলেছে। কুসুমদোলা-এর সাফল্যের পর ফের লীনার গল্পে দেখা যাবে তাঁকে। আর তাঁর বিপরীতে থাকবেন স্টার জলসার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য। এটাই হতে চলেছে নীলের প্রথম কাজ লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার সঙ্গে।


নীলকে শেষবার দর্শকরা দেখেছেন অমর সঙ্গী ধারাবাহিকে। এরপর তিনি মুম্বই গিয়েছিলেন নতুন সুযোগের সন্ধানে। ধারণা করা হয়েছিল, এবার হয়তো হিন্দি ধারাবাহিকেই অভিনয় শুরু করবেন তিনি। তবে তিন মাসের মধ্যে বিশেষ কিছু না হওয়ায় আবার কলকাতায় ফিরছেন অভিনেতা। নতুন সিরিয়ালের কাহিনি নাকি তাঁর ভীষণ ভালো লেগেছে।


অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে রয়েছেন মধুমিতা। ডিসেম্বরেই দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এর মধ্যেই তাঁর টেলিভিশন রি-এন্ট্রি নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। যদিও এই প্রসঙ্গে মধুমিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আলোচনা চলছে, তবে এখনই চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি।

Comments

Popular posts from this blog

২০২৫ সালের জানুয়ারিতে মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে? প্রেমিক দেবমাল্যর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে জোর গুঞ্জন!

প্রথমবার একসঙ্গে রায়হান রাফী ও জিৎ, আসছে টলিউডের ব্যতিক্রমী অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’

তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও